No products in the cart.
স্বাগতম Masum Graphix-এ। আমরা পণ্যের গুণগত মান এবং গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এই শর্তাবলি আপনার ও আমাদের মধ্যে একটি চুক্তি যা আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং অর্ডার সম্পন্ন করার ক্ষেত্রে প্রযোজ্য।
আমাদের ওয়েবসাইট ব্যবহার করে অথবা অর্ডার প্রদান করে আপনি এই শর্তাবলিগুলো মেনে নিতে সম্মত হচ্ছেন।
আপনার একাউন্টের তথ্য নিরাপদ রাখা আপনার দায়িত্ব। কেউ যদি আপনার একাউন্ট ব্যবহার করে কোন কার্যক্রম করে, তবে সেটার দায়ভার আপনি নিবেন।
আমরা সবসময় সঠিক পণ্যের তথ্য ও মূল্য দেওয়ার চেষ্টা করি। তবে অনিচ্ছাকৃত ভুলের জন্য Masum Graphix দায়ী নয়। মূল্য পরিবর্তনের অধিকার আমরা সংরক্ষণ করি।
অর্ডার কনফার্মেশন একটি ইমেইল/মেসেজের মাধ্যমে জানানো হবে। যদি কোন কারণে আমরা আপনার অর্ডার বাতিল করি, আমরা আপনাকে জানিয়ে দেব।
আমরা নিম্নলিখিত পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি:
অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সজাকশন আইডি প্রদান করতে হবে।
Masum Graphix সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি করে। সাধারণত অর্ডার কনফার্ম হওয়ার ২–৩ কর্মদিবসের মধ্যে পণ্য পৌঁছে যায়।
অতিরিক্ত সময় লাগলে আমরা গ্রাহককে অবগত করি।
আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি নিচের শর্তাবলির উপর নির্ভর করে:
Masum Graphix ওয়েবসাইটে ব্যবহৃত সব লোগো, ডিজাইন, টেক্সট, ছবি ও কনটেন্ট আমাদের নিজস্ব মেধাস্বত্ব দ্বারা সুরক্ষিত। অনুমতি ছাড়া এগুলোর কোনো অংশ পুনঃপ্রকাশ বা কপি করা যাবে না।
Masum Graphix কোনো পণ্যের ব্যবহারে সরাসরি বা পরোক্ষভাবে কোনো ক্ষতির জন্য দায়ী নয়।
আমরা যেকোনো সময় এই শর্তাবলি আপডেট করতে পারি। আপডেটের পর ওয়েবসাইট ব্যবহার করলে তা প্রযোজ্য হবে।
এই শর্তাবলির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রযোজ্য আইন প্রযোজ্য হবে।
যেকোনো প্রশ্ন, অভিযোগ বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 ইমেইল: support@masumgraphix.com
📞 হেল্পলাইন: 01560027255
🌐 ওয়েবসাইট: www.masumgraphix.com
Copyright © 2025 Created by Masum Graphix